বাংলাদেশি বন্ধুরা আমার লেখাটি একটু সময় নিয়ে পড়ুন , তাহলে আজ থেকেই অনলাইনে আয় করবেন যে কেউ । গ্যারান্টি আমি দিচ্ছি


অনলাইনে টাকা ইনকাম করার অনেক পদ্ধতি আছে। তার মধ্যে ৫ - ১০ পদ্ধতি খুবই জনপ্রিয় ।  যেমন :  ০১) PTC সাইট থেকে আয় (সব চেয়ে সহজ ) . ০২) Google adsense . ০৩) Web development . ০৪) Dollar sell & buy . ০৫) Web design . ০৬) Blogging . ০৭) SEO . ০৮) Data entry . ইত্যাদি ।

আমি আমার এই সাইটে অনলাইনে আয়ের সবচেয়ে সহজ পদ্ধতি অর্থাৎ PTC সাইট থেকে কিভাবে আয় করা যায় তা নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি। আশা করি আপনারা উপকৃত হবেন ।


                                     PTC সাইট থেকে আয়

PTC নাম শুনে আবার ভয় পেয়েন না নিচের সম্পূর্ণ লেখাটি পড়েন তাহলেই বুজতে পারবেন কতটা সহজ।

বিভিন্ন কারনে বাংলাদেশের অনেকে মনে করে পিটিসি সাইট মানে সময় নষ্ট করা। কিন্ত না, শুধু ধৈর্য ধরে আসল সাইট চিনতে পারলে মাসে ৩০০০ হাজার থেকে শুরু করে ২ লক্ষ টাকা পর্যন্ত আয় করা যায় এবং তা বাংলাদেশের অনেকেই করতেছেন। কিন্তু সমস্যা হল ভাল মানের সাইট চিনা। কারন প্রতিদিন নতুন নতুন সাইট অনলাইন এ আসে। ১-১২ মাসের  মধ্যে স্ক্যাম  করে চলে যায়। তাই  নতুন সকল সাইট স্ক্যাম ধরে নিয়ে নতুন কোন সাইট এ কাজ করবেন না। যে সব সাইটের বয়স ৫ বছর শুধু সেই সব সাইট হল আসল সাইট। কারন যারা ৫ বছর যাবত কোন প্রকার ঝামেলা ছাড়া  পেমেন্ট দিয়ে যাচ্ছে তারা স্ক্যাম হতে পারে না। আর যদি মনে করেন নিজে নিজে গুগল এ সার্চ  করে সাইট বের করবেন তাহলে বড়ই ভুল করবেন, তার চেয়ে বরং অভিজ্ঞ  কারও সহায়তা নিবেন সে ক্ষেত্রে আমি তো আছিই। কারন আমি গত ৩ বছর যাবত  পিটিসি সাইটে কাজ করছি। বেশির ভাগ লোক গুগল সার্চ করে  পিটিসি  সাইট বের করে কাজ করে। ১ মাস পরে যখন সাইট  স্ক্যাম  করে তখন বলা শুরু করে সব PTC সাইট ভুয়া। কিন্তু আমার কথা হচ্ছে সব সাইট যদি ভুয়া হত তাহলে ৩০০০ হাজার কোটি টাকার এই মার্কেট কিভাবে টিকে আছে ?

২০০৩ সালে সর্ব প্রথম PTC  সাইট চালু হয়। কিন্তু তখন পিটিসি সাইট জনপ্রিয় হয়নি। ২০০৭ সালে আমেরিকা থেকে Jim Grago – ClixSense সাইটি চালু করেন। ২০০৮ সালে পর্তুগাল থেকে Fernando নামের এক ব্যক্তি Neobux  নামক সাইটটি চালু করেন । Neobux এর এখন আমেরিকায় অফিস আছে। ২০০৯ সালে Germany এর  Tim kolb চালু করে  Bucks247  নামের সাইট টি। ২০০৯ সালে Serenity (Finland) & Saket(indian) নামের দুই জন Student চালু করেন Cashnhits নামের সাইট টি। ২০০৯ সালে Dimitrios Kornelatos – “Kordim” (Greece থেকে) – Scarletclicks & gptplanet নামে দুইটি সাইট চালু করে। আমেরিকার থেকে Ayuwage & Innocurrent নামের দুইটি কিছুটা ভিন্ন ধরনের সাইট চালু করা হয় ২০০৯ ও ২০১০ সালে। আরও ১০-১৫ টি সাইট আছে। যারা কোন ধরনের ঝামেলা ছাড়া ৪-৫ বছর যাবত  Payment  দিয়ে আসছে। তারমধ্যে Neobux , ClixSence ,  InnocurrentAyuwage , Ojooo , USECLIX , TRAFFICMONSOONPAIDVERT$  সহ আরও ২-৩ টা সাইট ছাড়া অন্য সাইট গুলোর আয় তুলনামূলক একটু কম । আমি এই ৮ থেকে ১০ টি সাইট এ কাজ করার পক্ষপাতি। তবে নতুন কিছু PTC সাইট আছে যেগুলো থেকে তুলনামূলক ভাল আয় করা যায় কিন্তু এগুলোর উপর আস্তা রাখা যায়না, তাই এগুলোকে এড়িয়ে চলাই ভাল। ( http://easyonlineearning24.blogspot.com / http://topptcsiteintheworld.blogspot.com )  লিংক দেওয়া সাইট গুলো থেকে আপনারা Rank অনুযায়ী ভাল মানের PTC সাইট গুলো দেখে নিতে পারেন এবং Create Account অপশনে ক্লিক করে Free Account তৈরি করে নিতে পারেন। অথবা আমার এই সাইটের উপরে (Top PTC Sites) পেইজ থেকেও জেনে নিতে পারেন।  এ পর্যন্ত আমার জানা সেরা PTC সাইট গুলো হলঃ

01 - NeoBux          02 - ClixSense          03 - InnoCurrent          04 - AyuWage         05 - UseClix

06 - Ojooo          07 - TrafficMonSoon      08 - PAIDVERT$      09 - Cashnhits      10 - Twickerz   

11 - Scarlet-Clicks      12 - ClixTen       13 - gptplanet       14 - EasyHits4U .

উপরের সাইট গুলো থেকে আপনি খুবই সহজে মাসে ৫০ ডলার বা ৪০০০ টাকা থেকে ১০০ ডলার বা ৮০০০ টাকা আয় করতে পারেন, আপনার পূর্বের কোন দক্ষতা ছাড়াই। সুতরাং আর দেরি না করে এখনই শুরু করুন।
কি ভাবতেছেন ?
আমি জানি আপনি ভাবতেছেন যে কিভাবে শুরু করবেন , আরে ভেবে সময় নষ্ট না করে আমার এই সাইট এর অন্যান্য পেইজ এবং পোস্ট গুলো ভাল করে পড়ে নিন। এই সাইটের বিভিন্ন পেইজ এবং পোস্টে আমি বিভিন্ন সাইটে একাউন্ট করা থেকে শুরু করে টাকা উঠানো পর্যন্ত সকল বিষয় বুজিয়ে দেওয়ার চেষ্টা করেছি। তারপরও আপনাদের কোন সমস্যা হলে আমায় স্মরণ করুন আর মোবাইল হাতে নিয়ে ( ০১৭৮৫৩৩৬১২০ ) নাম্বারটি ডায়েল করুন, কেননা নাম্বারটি শুধুমাত্র আপনাদের জন্য । তারপরও যদি না হয়, হবে না মানে ১০০ বার হবে। মনে রাখবেন PTC সাইট থেকে আয় করা, Facebook ব্যাবহার করার চেয়েও সহজ। তাহলে আর কি Facebook ব্যাবহার করে বাপের পয়সা নষ্ট না করে কাজে লেগে পড়, এবার নিজের ঠেলা নিজে সামলাও। আর হে আমার সাইটের Address টা ভুলে যেও না please  নইলে আমায় ও ভুলে যেতে হবে , কোথাও লিখে রাখ -- www.easyearnmoneyfrombd.blogspot.com . ( ভুলত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আবার কথা হবে কোন এক পোষ্টে বা পেইজে . আল্লাহ হাফিজ )

কিভাবে ফ্রিলান্সিং বা অনলাইনে আয় শুরু করবেন ?

আমরা যারা ইন্টারনেট ব্যবহার করি তারা সবাই কম বেশি ইন্টারনেট থেকে আয় করি বা করতে চাই কিন্তু সঠিক নিয়ম না জানার কারনে করতে পারি না। অথবা শুরু করার কিছুদিন পরেই আশানুরূপ ফল না পাওয়ায় ধর্য্যহারা হয়ে আবার নতুন কিছু শুরু করি। এভাবে করেই যাচ্ছি কিন্তু কোন ভাবেই সফল হতে পারছি না। আপনি যদি প্রতিষ্ঠিত কোন ফ্রিলান্সার এর কাছে জান তাহলে দেখবেন তিনিও সবকিছু আগে থেকে জেনেই শুরু করেছিলেন এমন নয়। তিনিও আস্তে আস্তে শিখেছেন এবং প্রচণ্ড ইচ্ছাশক্তির কারনেই আজ প্রতিষ্ঠিত হয়েছেন।
আমরা বেশিরভাগ সময় যেটা করি। কোন বন্ধু বা বড় ভাইয়ের ফ্রিলান্সিং এ সফলতা দেখে প্রচণ্ড ভাবে অনুপ্রেরিত হই এবং সে কিভাবে কাজ করে, তার কত দিন লেগেছে এতদূর আসতে সেই বিষয়টি খেয়াল করি না। অনেক উত্তেজিত হয়ে কাজ শুরু করি কিন্তু কিছুদিন যাওয়ার পরেই মনে হয় ধুরর আমাকে দিয়ে এইসব সম্ভব নয়। আবার নতুন কোন আয়ের উপায় খুঁজতে বসে যাই। আসলে শেষ পর্যন্ত দেখা যায় ফলাফল শূন্য।
ফ্রিলান্সিং শুরু করতে হলে আপনার ভিতরে ৩টি জিনিস থাকতে হবে।
  • প্রচণ্ড ইচ্ছাশক্তি
  • অধ্যবসায়
  • রুটিন করে কাজ করা।
এই তিনটি জিনিস যদি আপনার ভিতর থাকে তাহলে আপনার সফলতার গ্যারান্টি আমি দিবো ।
* আপনি কিভাবে ফ্রিলান্সিং শুরু করবেন ?
আমার মতে, প্রথমেই বড় কোন প্ল্যাটফর্ম এ না গিয়ে ছোট কোন প্ল্যাটফর্ম বেছে নিন। যেমন, আপনি micro job, mini job, PTC ইত্যাদিতে কাজ করুন। প্রতিদিন ১০-৩০ মিনিট নিয়মিত সময় দিন এবং আপনার দৈনন্দিন কাজ চালিয়ে যান। দিন অথবা রাতের নির্দিষ্ট একটি সময় বেছে নিন। যেই সময়টুকু আপনি ফ্রিলান্সিং এর কাজে ব্যয় করবেন। যেই কাজ শুরু করেছেন সেটি ঠিক ভাবে করুন।
এক্ষেত্রে আপনাকে একটি সতর্কতা অবলম্বন করতে হবে সেটি হল। আপনি কাজ করার সময় অনেক সাইট এ লোভনীয় বিজ্ঞাপন দেখবেন যেখানে আপনাকে অনেক ভাল আয়ের কথা বলবে। কিন্তু সাবধান কোন ভাবেই ভুল পথে পা দিবেন না। আপনি যেখানে শুরু করেছেন শুধু মাত্র সেটাতেই কাজ করে যান।
আপনি কোন ভাবেই রাতারাতি বড়লোক হয়ে যাবেন না। কিন্তু বড় হওয়ার প্রচণ্ড ইচ্ছাই আপনাকে একদিন বড় করে তুলবে।মনে করুন আপনি একটি PTC সাইট এ কাজ শুরু করলেন।  এক্ষেত্রে আপনাকে ভাল একটি PTC সাইট খুজে বের করতে হবে।
কিভাবে একটি ভাল PTC সাইট খুজে বের করবেন ?
ভাল PTC সাইট খুজে পেতে আপনি ( http://topptcsiteintheworld.blogspot.com ) এই সাইটের সহায়তা নিতে পারেন অথবা আমার এই সাইট এর Top PTC Site পেইজটি অনুস্মরণ করতে পারেন । আবার গুগলকেও ব্যবহার করতে পারেন। সাইট টি সম্পর্কে ভাল ভাবে জানুন। অনলাইন এ রিভিউ দেখুন। ডোমেইন কত সালে রেজিস্ট্রেশন হয়েছে সেটি দেখুন। তাদের নিজেস্ব ফোরাম ভিজিট করুন। তাহলে তাদের পেমেন্ট নিয়ে কোন সমস্যা আছে কিনা টা আপনি বুঝতে পারবেন। এর মধ্যে সবথেকে ভাল উপায় হল অন্য কারো থেকে সাইট সম্পর্কে বিস্তারিত জানা যিনি ঐ সাইট এ কাজ করেছেন।

NeoBux থেকে আয় করুন ততটুকু , যতটুকু আপনার প্রয়োজন


আপনি যদি আমাকে বলেন কয়েকটি ভাল PTC সাইট এর সন্ধান দিতে তাহলে আমি প্রথমেই বলবো Neobux এর কথা কারন আমি প্রথম এই সাইট এই কাজ শুরু করেছিলাম। এবং এখনো করে যাচ্ছি।
Neobux কি ?
Neobux হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় এবং সম্ভবত সেরা PTC সাইট. প্রতিদিন হাজার হাজার লোক এখানে Join করছে। আপনি যদি এখনো NeoBux এ অ্যাকাউন্ট না করে থাকেন। তাহলে আর ৫ মিনিট অপেক্ষা করুন। লেখাটি সম্পূর্ণ পরে তারপর Signup করুন।
কিভাবে আমি NeoBux থেকে আয় করতে পারি?
২ বছর আগে আমি প্রথম NeoBux সম্পর্কে জানি, প্রথমে আমিও ভাবতাম শুধুমাত্র ক্লিক করে টাকা আয় করা সম্পূর্ণ অসম্ভব। তখন আমি NeoBux সম্পর্কে তেমন জ্ঞান বা কিভাবে এর থেকে ভাল আয় করতে হয় এগুল কিছুই জানতাম না। তাই কিছুদিন পরে কাজ করা বন্ধ করে দেই। যাইহোক, কিছুদিন পরে আমি অনলাইন এ একটি লেখা পড়ি “কিভাবে NeoBux সঠিক ভাবে আয় করা যায়”। আপনি গুগল এ সার্চ করলে NeoBux সম্পর্কে অনেক লেখা পাবেন। অনেক রিভিউ পাবেন। তবে NeoBux এ কাজ করে টাকা আয় করতে হলে আপনাকে অবশ্যই একটি গাইড লাইন মেনে কাজ করতে হবে। নির্দিষ্ট লক্ষ নিয়ে কাজ করতে হবে।
ধাপ ১: শুরু করা।
কিভাবে আপনি NeoBux থেকে টাকা আয় করবেন?
আপনি কি পরিমান টাকা আয় করতে পারবেন?
  • আরো এক সপ্তাহের মধ্যে আপনি আরো ৩টি রেফারেল কিনতে পারবেন, এবং তখন আপনার প্রতিদিন আয় দাঁড়াবে $ 0.16 ।
  • পরের সপ্তাহে আপনি আরো ৫টি রেফারেল কিনতে পারবেন এবং আয় দাঁড়াবে $ 0.26 প্রতিদিন (এখন আপনার ১১ RRS রয়েছে)
  • এক সপ্তাহ পরে আপনি আরো ১০টি রেফারেল কিনতে পারবেন এবং আয় দাঁড়াবে $ 0.46 প্রতিদিন (এখন আপনার ২১ RRS রয়েছে)
  • ৪র্থ সপ্তাহ শেষে আপনার আরও ১৯ জন RRs কেনার মত Balance আপনার অ্যাকাউন্ট এ থাকবে। এখন আপনার মোট RRs থাকবে ৪০টি এবং প্রতিদিন আয় হবে $ 0.84
NeoBux থেকে আয়ের তিনটি পদ্ধতি আছে:
১. আপনার ব্যক্তিগত কাজ (Viewing Ads, Doing Mini Jobs) থেকে আয়
২. RR(Rented Referrals)থেকে আপনাকে দেওয়া কমিশন – ধাপ 3 এ পরে ব্যাখ্যা করব.
৩. DR(Rented Referrals)থেকে আপনাকে দেওয়া কমিশন ধাপ 3 এ পরে ব্যাখ্যা করব.

নিয়ম মেনে কাজ করলে এবং লক্ষ নিয়ে কাজ করলে আপনি প্রতিদিন ৩০ মিনিট করে সময় বায় করে প্রতি মাসে কমপক্ষে ৩০০-৪০০ ডলার আয় করতে পারবেন। অবশ্যই এটি রাতারাতি হবে না। এর জন্য অনেক ধর্য্যের প্রয়োজন।
ধাপ ২: প্রথম দুই সপ্তাহ (একটি টার্গেট পুরন করতে হবে)
আমার মতে, প্রথম দুই সপ্তাহ হল সবথেকে গুরুত্বপূর্ণ সময়। সঠিক নিয়ম জানার অভাবে এই সময়ের মধ্যে অনেকেই কাজ ছেড়ে দিবে। কিন্তু আপনি যদি কাজ চালিয়ে জান তবে আমি আপনাকে ১০০% নিশ্চয়তা দিতে পারি আপনি সফল হবেন-ই।
প্রথম ১৫ দিনে, আপনি RRS কিনতে পারবেন না, তাই আপনার লক্ষ থাকবেঃ
প্রতিদিন একই সময় Ads গুলো Click করা। এবং
আপনার প্রথম $ 0.60 আয় করা। যাতে আপনি এই টাকা দিয়ে RR কিনতে পারেন।
আপনি প্রথম ২ সপ্তাহেই অনেক টাকা আয় করতে পারবেন না।
15 Days * Approx. $0.04 / Day = $0.60
১ম লক্ষ - $ 0.60 উপার্জন করুন।
আপনি Mini Job করে এক বা দুই দিনের মধ্যে ১ম লক্ষে পৌঁছতে পারবেন। কিন্তু RR কিনতে আপনাকে ১৫ দিন অপেক্ষা করতে হবে এবং কমপক্ষে ১০০টি Ads View করতে হবে।
আপনি চাইলে অল্প পরিমান ইনভেস্ট করতে পারেন। কিন্তু আপনাকে NeoBux এর আসল মজা নিতে ১৫ দিন অপেক্ষা করতেই হবে।
ধাপ ৩: প্রথম RR(Rented Referrals) কেনা (৪টি টার্গেট পুরন করতে হবে)
অভিনন্দন, আপনি এখন কিন্ডারগার্টেন থেকে প্রাথমিক এ উত্তীর্ণ হয়েছেন! হ্যাঁ অবশ্যই এটি বেশ ধর্য্যের ব্যাপার। অনেক মানুষ এই ১৫ দিনের আগেই নিরাশ হয়ে ফিরে যায়। কিন্তু আসল মজা এখন শুরু। চিন্তা করবেন না আপনি খুব ভাল ভাবেই আগাচ্ছেন। একটু থামুন। শর্তাবলী: “ফ্রী মেম্বার হিসেবে আপনাকে সব থেকে নিচের হলুদ রঙের ৪টি অ্যাড অবশ্যই প্রতিদিন ক্লিক করতে হবে অন্যথায় আপনার RR থেকে কমিশন পাবেন না।”
টার্গেট ১--0.60$ দিয়ে তিনটি রেফার কিনুন । Rent 3 referrals by clicking the "Referrals" button on your account home page. 
টার্গেট ২-- Turn on "AutoPay" within the Referrals->Rented menu. আপনি যদি Autopay চালু রাখেন তাহলে আপনাকে আপনার RR গুলো রিনিউ নিয়ে চিন্তা করতে হবে না। তাছাড়া Autopay চালু রাখলে Neobux এর নিয়ম অনুযায়ী আপনি RR রিনিউ এর উপর নির্দিষ্ট পরিমান ডিস্কাউন্ট পাবেন।
যদি আপনার RR গুলো নিয়মিত কাজ করে তাহলে আপনি পাবেন।
3 RR * 4 RR-Clicks At $0.005 Each = $0.06 / day
আপনার ক্লিক Approx $0.04 / Day
আপনার মোট আয় $0.10 / Day.
এভাবে চলতে থাকবে ...
আপনি প্রতিদিন আপনাকে দেওয়া অ্যাড গুলো ভিউ করেন যাতে পরের দিন আপনি আপনার ক্রয় করা রেফারেল থেকে টাকা আয় করতে পারেন।
টার্গেট – ৩০০জন RRs না হওয়া পর্যন্ত এভাবে চালিয়ে যান।
হ্যাঁ এটা একটু সময় সাপেক্ষ কিন্তু আপনাকে মনে রাখতে হবে আপনি একটি নতুন ব্যবসা শুরু করেছেন তবে শূন্য মূলধন দিয়ে। আবার আপনি যতো রেফারেল কিনছেন আপনার উপার্জন ততো তারাতারি বাড়ছে। আপনি চাইলেই যেকোনো সময় আপনার টাকা Withdraw করতে পারেন তবে আমার মতে লক্ষ পুরন না হওয়া পর্যন্ত টাকা না উত্তলন করাই ভাল।
লক্ষ করুন, এখন আপনার আয় 300 RR * 4 RR-Clicks At $0.005 Per Click = $6/Day
টার্গেট ৪-- $90 আয় করা।
৩০০টি RR হওয়ার পর আপনি রেফারেল কেনা বন্ধ করুন এবং টাকা জমাতে থাকুন। যখন আপনার ৩০০টি RR রয়েছে তখন আপনার $90 করতে সময় লাগবে মাত্র ২ সপ্তাহ।
ধাপ ৪: "গোল্ড মেম্বার হওয়া!"
এখন আপনি, আপনি এখন রেফারেল ক্রয় বন্ধ করে গোল্ড মেম্বার হওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত।
কেন গোল্ড মেম্বার হবেন?
কারন, গোল্ড মেম্বার হলে আপনার সব ধরনের আয় দ্বিগুণ হয়ে যাবে।
লক্ষ করুন
Here is your income before Golden--
300 RRs * 4 RR-clicks at $0.005 per click = $6.00 per day (plus DR-clicks and your personal clicks)
Here is your income after you go Golden--
300 RRs * 4 RR-clicks at $0.01 per click = $12.00 per day (plus DR-clicks and your personal clicks)
তো কি ব্যাপার ভাই । আপনার এতো ধর্য আছে তো। যদি থাকে তাহলে এখানে ক্লিক করে সাইন আপ করুন  আপনি যদি আপনার সাফল্যের বাপারে প্রতিশ্রুতিবদ্ধ থাকেন তবে আপনি অবশ্যই সাফল্য অর্জন করতে পারবেন। এই গাইড টি যদি আপনার জীবনে সামান্য উপকার হয় তাহলে আমার লেখা সার্থক।